পাতা:দেওয়ানী আইন.djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ইংরাজী ১৮৫৯ সাল ১ জাইন। 3、、 * ° গ্রেপ্তারের পরওয়ানা লিখিবর পাঠ। . মোকদ্দমার নম্বর ও তারিখ। . . . , অমুকের আদালতে . . . অমুক, ফরিয়ার্দী । - . . . অমুক, অসিামী । . . . . ." . . . . অমুক স্থানের কালেক্টরী আদালতের নাজির প্রতি আগ্নে । এই মোকদ্দমার ফরিয়ার্দী আদালত হইতে আসামীর গ্রেপ্তার হইবার হুকুম পাইয়াছে, এই হেতুক তোমাকে এই আজ্ঞ কর যাইতেছে, আসামীকে লইয়া আইনমতে কার্য হয় এই মিমিত্তে ভূমি তাছাকে অমুক মাসের অমুক তুরিখে কি তাহাব আগে এই আদালতে উপস্থিত কর। সাল তারিগ। - C সেই পরওয়ানার সঙ্গে যে এত্তেল দিতে হইবেক তাহ লিথিবীর পাঠ . . . .

  • r অমুকের আদালতে ।

অমুক, ফরিয়াদী। (ফরিয়াদীর নাম ও খ্যাতি প্রভূতি ও বাসস্থান ) , অমুক, অসিামী । ** (আলামীর মাম ও খ্যাভি প্রভূতি ও বাসস্থান । ) উক্ত অমুক এই বাবত্তে (আবৃঙ্গীতে যে দাওয়া লেখ অংt তাছার বর্ণনা এই স্থলে করিতে হুইবেক) দfওয়া করিয়া তে। নামে এই অ’দালতে নালিশ করিয়াছে ও তোমার প্লেগুী: করিবার পরওয়ান পাইয়াছে । অতএব তোমাকে এই আদেশ হইতেছে যে তুমি যদি সেই দাওয়া কবুল না কর তবে যে সঞ্চল দৗলের দ্বারা আপনার জওয়াৰ সাব্যস্ত করব তাই সঙ্গে করিয়া আদালতে অনি! . . . . ty , দালানীর হারিজাস্ট্রিী পত্রের পাঠ। অমুক স্থানের কালেক্টর সাহেবের আদালন্তে অমুক ফরয়াদী অমুক আসামীর মামে মোকদম উপস্থিত করিয়াছে । গু মোকদুম বরিখ উপস্থিত থাকে ওড়িত্ৰীজারী যাবৎ ন!