পাতা:দেওয়ানী আইন.djvu/২৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"ov ইংরাজী ১৮৫৯ সাল ১১ জাইন । (বিশেষ স্থলে নীলাম অসিদ্ধ করিবার কথা । ) ২৬ ধারা, নীচ্যামের উপর আপীল হইলে রাজস্বের কমিস্যমর সাহেব কঠিন ব্যবহার বা অন্যায় হইয়াছে বলিয়া, তখন চুড়ান্ত হুকুম জারী না করিয়া, সেই কথা বোড রেবিনিউর সাহেবদিগকে জানাইতে পারবেন, ও তাছার উপযুক্ত কারণ দেখিলে স্থান দিশেমের গবর্ণমেন্টকে নীলাম অন্যথা করিবার পরামর্শ দিতে পারলেন । এমত কোন গতিকে স্থান বিশেষের ঐ গবর্ণমেন্ট নীলাম অসিদ্ধ করিতে পারিবেন ও যে ষে নিযক্ষ যথার্থ ও উচিত বোধ হয় সেই সেই নিয়মমতে ঐ মহাল কি তাহার অংশ মালিককে ফিরিয়া দেওয়াইতে পারিলেন ইতি । ( যে সময়ে লীলাম চূড়ান্ত হইবেক তাহার কথা । ) ২৭ ধা। সে সকল নীলামের খরীদের ট্রাক এই আইনের ইও ধারার নির্দিষ্টমতে দেওয়া গিয়ছে ও তাস্থার উপর আপীল হয় নাছি, সেই সকল নীলাম নীলামের দিন অবধি বিশদিনের দিনে কৃষ্ট প্রহরের সময়ে চুড়ান্ত ও সিদ্ধ হইবেক । ও নীলামের উপর আপীল হুইয়া কমিস্যনর সাহেব তাহ! "মস্ করিলে, ষাদ মীলামের মিলসের পর ত্রিশ দিবসের গাধক হইলে তাহা ডিস্মিস করেন তবে ঐ ডিসমিস্ ইস্কার তারিখ অবধি ঐ নীলাম চুড়ান্ত ও সিদ্ধ হইবেক, ও যদি ত্রিশ দিবসের ফমে ডিসমিস্ করেন, তবে গুৰ্ব্বোক্ত মতে ত্রিশদিনের দিনে দুই প্রহরের সময়ে তাহ চুড়ান্ত ও সিদ্ধ হইবেক ইতি । (নীলামের সর্টিফিকটের কথ। । ) ২৮ ধারা। কোন নীলাম চুড়ান্ত ও সিদ্ধ হইবামাত্র কালেষ্ট্রর সাহেব, অথবা পুর্যোক্তমতের অন্য কাৰ্য্যকারক এই আইলয় A 1চহ্নিত তফসীলের নির্দিষ্টপাঠে খরাদারকে অধিকারের সুর্টিফিটক দিবেন। ও তাঁহার নির্দিষ্ট তারিখ অবধি নীলাম হওয়৷ মহীল্লেতে কি মহালের অংশেতে। ঐ সর্টিফিকটের লিখিত ব্যক্তি বা ব্যক্তিরদের অধিকার হুইয়াছে, উক্ত সর্টিফিকট সকল আদালতে ইহার প্রচুর প্রমাণ জ্ঞান হুইবেক ও কালেক্টর সাহেব লিখিত ইশতিয়ার দিয়া আপনার কাছারীতে, ও নীলামকর মহালের কি মহালের অংশের কোন ভাগ যে মুন