পাতা:দেওয়ানী আইন.djvu/৩০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪ ইংরাজী ১৮৫৯ সান্ত ৪১ জাইন , মতে, দখল করিবার স্বত্ব থাকে, তবে তাকে ঐ খরদায় { বেদখল করিতে পারে, কিম্ব ঐরুপ আইনের নির্দিষ্ট নিয়ম ভিন্ন অন্যমতে, কিম্ব বন্দোখন্থের কালের পরে যে সকল*পাট প্রভৃতি করা গিয়ছে তাছা ন মানিয়া সাবেক মালিঞ্চ খে প্রকারে খাজনা বৃদ্ধি করিতে পারিত তদ্ভিন্ন অন্যমতে তদ্রুপ কোন রাইয়তের খাজান ষে বৃদ্ধি করিতে পারে, এই ধারার কোন কধীর এমন অর্থ করিতে হুইবেক না ইতি। (বন্দোবস্তের পরে যে তালুকদারী জনী হইয়া কৃতকৃ বৎসরের মিয়াদে ভোগ হইতেছে তাহ রেজিষ্টী করিবার কথা । ) - ১৮ ধীর । তালুকদারী ও সেই প্রকারের অন্য ষে ক্ষী বন্দোবস্তের কালের পরে হুইয়া মহালের নিজ মলিফেরদের স্থানে ভোগ হইতেছে তা হার, ও যে ইঙ্গার কতক বৎসরের মিরাদে সেই প্রকারে ভোগ হইতেছে তাঙ্গার রেজিষ্ট্ররী করণের এই এই বিধি মানিতে হুইবেক ইতি। (সাধারণ ও বিশেষ রেজিষ্টরীর কথা । ) ৩৯ ধারা । সাধারণ রেজিঃীও বিশেষ রেজিষ্ট্ররী করবার নিমিত্তে দুই প্রস্থ রেঞ্জিরী বকী থাকিবেক। যদি সাধারণ রেজিষ্টর হয়, তবে বাকী মলিগুঞ্জারীর নিমিত্ত্বে নীলাম হুইলে সেই তালুকাদি ও ইঙ্গার গবর্ণমেণ্ট ছাড়া নীলামের অন্য খরীদার ইভে রক্ষা পাইবেক । বদি বিশেষ রেজিষ্ট্ররী হয় তবে বাকী মালগুঞ্জারীর নিমিত্তে নীলাম হইলে সেই ভালুকাদি ও ইজার গবর্ণমেন্টকে লইয়া ও নীলামের সকল খীদার হুইতে রক্ষা পাইৰেক ইতি । - - - (রেজিষ্টর করিবার দরখাত্তের কথ।) । ৪•ধর। এই আইনের ৩৮ধারাতে যে তালুকদারী কি ভদ্রুপের অন্য জমী নির্দিষ্ট আছে তাছার দখলকার যদি সেই জমী রেজিষ্ট্র করিতে চাছে, তবে মহাল যে জিলার মধ্যে থাকে সেই জিলার কালেক্টর সাহেবের নিকটে তাই র দর খাস্ত করিতে হইবেক ও'বে প্রকারের রেজিষ্ট্ররী করিতে