পাতা:দেওয়ানী আইন.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাঙ্গী ১৮৫৯ সাল ১৪ মাইন। 、京 ঐ রূপ স্বীকার হইলেও কেবল সেই কারণে ভাস্কারদের অন্য কেঙ্ক দায়ী হুইবেক না ইতি। (সম্পত্তি যাহার নিকটে আমানত থাকে কি যাহাকে বোধ কি বন্ধক স্বৰূপে দেওয়া যায় তাহার স্থানে কেহ খরাঁদ করিলে তাহা ফিরিয়া পাইবার মোকদমার মিয়াদ নিরূপণের কথা ও বর্জিত কথা । ) ৫ ধারা। কোন উল্লির স্থানে কিম্বা কিছু সম্পত্তি যাহার নিকটে আমানং করা যায় কি ষাঁহাকে বোধ কি বন্ধুক স্বরূপে দেওয়া যায় তাহার স্থানে, কেছ প্রকৃত প্রস্তাবে ও উপযুক্ত মুল্য দিয়া সেই সম্পত্তি পরীদ করিলে, সেই খন্ত্রীক্ষারের কিম্ব তাহীর অধীনে দাওয়াদার কোন ব্যক্তির স্থানে ঐ সম্পত্তি ফিরিয়া পাইবাব মোকদ্দমাতে, সেই খীদ যে তারিখে হয় সেই তালিখ অবধি মোকদ্দম করিবার কারণ হইয়াছে এমন্ড জ্ঞান কৰিতে হইবেক । পরস্তু সম্পত্তি ঘাঁহার নিকটে অীমানখ করা যায়, কিম্ব যাহাকে বোধ কি বন্ধক স্বরূপে দেওয়া ষায় তাঁহার স্থানে ঐ সম্পত্তি খরীদ করা গেলে, তাহ ফিরিয়া পাইবার মোকদ্দমা ১ ধারার, ১৫ প্রকরণের নির্ধারিত মিয়াদের মধ্যে উপস্থিত না করা গেলে গ্রন্থি হইৰেক না ইতি । (বন্ধক দেওয়া স্থাবর সম্পত্তি পাইবার জন্যে সুপ্রিম কোর্টে বন্ধক লঙনীয়ার মোকদম করিবার মিয়াদ নিৰূপণের কথা । ) ও ধারা । বন্ধক দেওয়া স্থাবর সম্পত্তির দখল বন্ধক দেওমিয়ার স্থানে পাইবার ষে মোকদ্দম। ঐ বন্ধক লণ্ডনিয়া রাজকীয় চর্টির দ্বার স্থাপিত কোন আদালতে করে,তাহতে ঐ বন্ধকী কর্জের বাবৎ আসল কিছু টাকা কি সৃদ্ধ শেষ হেতারিখে দেওয়া ধিয়াছিল, সেই তারিখ অবধি মোকদম|” করিবার কারণ হইয়াছে এমত জ্ঞান করতে হইবেক ইতি ।