পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দশম । ভৃগুমুনি নাম রাখে, জগতের হরি, পঞ্চমুখে রামনাম, জপে ত্রিপুরারি । কুঞ্জকেশী নাম রাখে, বলি সদাচারী, প্ৰহলাদ রাখিলা নাম, নৃসিংহ-মুরারি। দৈত্যারি দ্বারকানাথ, দারিদ্র্য-ভঞ্জন, দয়াময় দ্রৌপদীর, লজ্জানিবারণ । স্বরূপে সবার হয়, গোলোকেতে স্থিতি. বৈকুণ্ঠে ক্ষীরোদশায়ী, কমলার পতি । রসময় রসিক নাগর অনুপম, নিকুঞ্চবিহারী হরি, নবঘনশ্যাম । শালগ্রাম দামোদর, শ্ৰীপতি শ্ৰীধর, তারকব্ৰহ্ম সনাতন, পরম ঈশ্বর । কল্পতরু কমললোচন হৃষীকেশ, পতিতপাবন গুরু, জ্ঞান উপদেশ । চিন্তামণি চতুভূজ দেব চক্রপাণি, দীনবন্ধু দেবকীনন্দন যদুমণি । অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব, দিতে নারে সীমা । নাম ভজ নাম চিন্ত, নাম কর সার, অনন্ত কুষ্ণের নাম, মহিমা অপার । শঙ্খ ভরি সুবর্ণ গো কোট কন্যাদান, তথাপি না হয় কৃষ্ণ, নামের সমান । 令母