এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
দেবগণের অভিনব ভারত-দর্শন । যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন, আপনি ঐহরি । শুন শুন ওরে ভাই, নাম সংকীৰ্ত্তন, যে নাম শ্রবণে হয়, পাপ-বিমোচন । কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে, পলাইতে পথ নাই, যম আছে পিছে । ব্ৰহ্মা-আদি দেব যারে, ধ্যানে নাহি পায়, সে হরি বঞ্চিত হৈলে, কি হবে উপায় । হিরণ্যকশিপুর উদর বিদারণ, ' প্ৰহলাদে করিলা রক্ষা, দেব নারায়ণ । বলিরে ছলিতে প্রভু, হইলা বামন, দ্রৌপদীর লজ্জা হরি, কৈলা নিবারণ । অষ্টোত্তর শত নাম, যে করে পঠন, অনায়াসে পায় রাধা-কৃষ্ণের চরণ । ভক্ত বাঞ্ছা পূর্ণ কর, নন্দের নন্দন, মথুরায় কংস-ধ্বংস, লঙ্কায় রাবণ । বকাসুর বধ আদি, কালিয় দমন, দ্বিজ হরিদাস কহে, নাম-সংকীৰ্ত্তন। 2\ു ఫిల్మ్స్