পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । অতঃপর নারায়ণ, অমল ও কমল নামী দুটি মুখরা ও দুর্বিনী তা রমণীর বাগ্‌বিতণ্ডা শ্রবণ করিবার জন্য মনোনিবেশ করিলেন। অমল বলিতেছিল, “তোর ছেলের মাথা খাই ।” কমল উত্তর করিল, “তোর ছেলের মাথা খাই ।” উভয়ের মধ্যে তুমুল বিবাদ উপস্থিত হইল। ইতি মধ্যে মহিলাগণ আহারের জন্য আহূত হইলেন ; সকলেই আটচালা ঘর হইতে চন্দ্রাতপের তলে গমন করিলেন। নারায়ণও ভাব-বৈচিত্র্য দর্শনে, গভীর চিন্তা-সাগরে নিমগ্ন রহিলেন । - নারায়ণ ভাবিতে লাগিলেন ;–“হায় ! এদেশের অধিকাংশ রমণী কেবল ঐহিক সুখ লইয়াই ব্যতিব্যস্ত ; অতি অল্প রমণীই পরকালের চিন্তা করিয়া থাকেন । স্ত্রীগণ সমবেত হইলে, “কাহার স্বামী কাহাকে কিরূপ ভালবাসেন,” কাহার ক‘খান গহনা আছে,” কাহার ক’টি ছেলে পেলে, “কাহার শাশুড়ী কেমন,” কাহার স্বামী কত টাকা উপাৰ্জ্জন করেন,” কেবল এবম্বিধ আসার বিষয়ের আলোচনা করিয়া থাকেন ; কিন্তু উচ্চতর বিষয়ের দিকে, অতি অল্প স্ত্রীলোকেরই লক্ষ্য দেখিতে পাওয়া যায় । এই স্ত্রী সমিতিতে যাহা দর্শন ও শ্রবণ করিলাম, তন্মধ্যে কয়েকটি বিষয় বড়ই আনন্দ-দায়ক ; আর কতকগুলি নিতান্ত মৰ্ম্মভেদী । স্ত্রীগণের সরলতা, স্বভাবের নমনীয়তা, ভয়-ভক্তি ও ধৰ্ম্ম-প্রাণতা প্রশংসনীয় বটে, কিন্তু অধিকাংশ স্থলেই মুখরতা, স্বার্থ-পরতা ও কলহ-প্রিয়তা, আবার নিতান্ত ভয়াবহ ও ঘৃণাজনক ।