পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । সন্ন্যাসিনী উক্ত প্রার্থনা সম্বলিত একখণ্ড মুদ্রিত কাগজ মহিলাগণের প্রত্যেককে দান করিলেন। তাহার। ইহা অমূল্য সম্পত্তি জ্ঞানে, স্বস্ব অঞ্চলে বাধিয়া লইলেন । 譬 “এই সন্ন্যাসিনী কে” “কোথা হইতেই বা আসিলেন,” এবং র্তাহার অমূল্য উপদেশানুযায়ী সকলেই কাৰ্য্য করিবেন, এরূপ ভাবিতে ভাবিতে মহিলাগণ স্বস্ব গুহে প্রত্যাগমন করিলেন । সন্ন্যাসিনীও এই সময় অদৃশ্য হইলেন । অনন্তর নারায়ণ চিন্তা করিতে লাগিলেন,—এই ক্ষুদ্র বুদ্ধি স্ত্রীগণ প্রার্থনার মৰ্ম্ম জানে না ; যেরূপ সূর্য্যোদয়ে অন্ধকার দূর হয়, সেইরূপ, প্রার্থনায়ও মনের গ্রানি দূর এবং মনে জ্ঞানের আলোক উপস্থিত হয় । যদি স্ত্রীজাতি প্রত্যহ একান্ত মনে এরূপ প্রার্থনা করেন, তবে তাহারা অবশ্যই পূর্ব গৌরব লাভে সমর্থ হইবেন এবং ভারতের দুঃখের ছুদিন অবশ্যই বিদূরিত হইবে। আমার কৃপাদৃষ্টি, কখনও অযোগ্য-পাত্রে নিপতিত হয় না । কমলা বলেন,— স্থিত সদাহং কমলা বভাষে, । সত্যস্থিতে ভূতহিতে নিবিষ্টে, ক্ষমাৰ্চিচ্চতে ক্রোধ-বিবর্জিতে চ, নারীষু নিত্যং জিতেন্দ্রিয়াস্থ, পতিব্রতাস্থ প্রিয়বাদিনীয়ু । 3 a పె