ষষ্ঠ দৃশ্য । দেবরদ্বেষিণী বধু। চাটুয্যে মহাশয়ের তিন সহোদর ; কালীনাথ জ্যেষ্ঠ ; রাধানাথ মধ্যম ; দুর্গানাথ কনিষ্ঠ । কালীনাথ মাসিক অনু্যন দেড়হাজার টাকা উপাৰ্জ্জন করেন ; রাধানাথের আয়ও পাঁচশত টাকা হইবে ; দুর্গানাথ বাটতে থাকিয়া, সংসারের তত্ত্বাবধান করেন। তিন ভ্রাতার সমবেত যত্নে, তাহারা সমাজে বেশ প্রতিষ্ঠা লাভ করিলেন। ক্রমে ক্রমে অর্থ-গৌরবে, র্তাহার গ্রামের মধ্যে প্রথম শ্রেণীর লোক বলিয়া পরিগণিত হইলেন। ভ দ্রাসন বাট প্রাচীর পরিবেষ্টিত হইল ; বহু অর্থ-ব্যয়ে সুরম্য অট্টালিকা নিৰ্ম্মিত হইল ; বাস-গুহ, বৈঠকখানা, চণ্ডীমণ্ডপ, নাট্যমন্দির অপূর্ব শোভা ধারণ করিল। আম, জাম, নারিকেল প্রভৃতি ফলবান বৃক্ষ সমূহ তাহাদের ভদ্রাসনের সৌন্দর্ঘ্য আরও বৃদ্ধি করিল। যথা সময়ে দোল দুর্গোৎসবের বন্দোবস্ত হইল ; বহু অর্থব্যয়ে একএকটি ক্রিয়াকাণ্ড সম্পন্ন হইত ; বহু লোক নিমন্ত্রিত হইত ; বহু বিপন্ন লোক সাহায্য পাইত ; চারিদিকে ধন্য ধন্য রব পড়িয়া গেল ! এক্ষণে আর র্তাহাদের বন্ধুবান্ধবের অভাব রহিল না । যাহারা পূর্বে বৎসরান্তেও এ বাটতে S >
পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।