পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । যোগমায় অন্যদিনের ন্যায় গৃহ-কার্ষ্যে নিবিষ্ট ছিল ; এদিকের বিপদের কথা কিছুই জানিত না । দুর্গানাথ স্নানমুখে মাইয়া বলিলেন, “কি কচ্ছ ? দাদা ত আমাদিগকে ভিন্ন ক’রে দিলেন । বড় বউএর কাণ ভাঙ্গান কথায়, দাদার মন নষ্ট হ’য়েছে ; আমি নাকি তোমার নামে পাঁচ হাজার টাকা লগ্নী ক’রেছি ! শ্বশুরের দেশে তালুক কিনেছি ! যোগমায়া, স্বামীর অস্থিরতার ভয়ে, মনের আবেগ চাপিয়া রাখিয়া বলিল, “চিন্তা কি ? ভগবান আছেন ; মন খারাপ ক'র না ; আমরা কোনরূপ অপরাধী নই ; পরমেশ্বরই আমাদের উপায় করিবেন ; তুমি অস্থির হইও না ; আমরা বরং এক সন্ধ্যা খাব ; তুমি কোথাও একটি কাজ কৰ্ম্ম দেখ ।” * দুর্গানাথ । সে জন্য চিন্ত ক’র না । •রাজা বাহাদুর, তাহার সদর নায়েবী করার জন্য, আমাকে অনেকবার বলেছেন ; এক্ষণে র্তাহারই আশ্রয় লইব । যোগমায় । আচ্ছা ; তাহাই কর । দুর্গানাথ । দেখ, সংসার এক্ষণে ছারখার হইবে, এটিই আমার দুঃখ । এ গ্রামে আমরা ধনে মানে কাহারও অপেক্ষা নূ্যন নই ; এক্ষণে কি সেরূপ থাকবে ? হায়! আমার এত বৎসরের পরিশ্রম একেবারে নষ্ট হ’ল ! তারপর লোকনিন্দ ও শত্রুর হাসিও অসহনীয় । যোগমায়া । অস্থির হইও না ; তোমাকে অস্থির দেখলে আমি যে জগৎ অন্ধকার দেখি ! কেবল মধুসূদনকে স্মরণ কর। Re