পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । এ দিকে কালীনাথ বাবু, মেজ বউকে ডাকিয়া বলিলেন,— “মেজ বউ মা ! আমরা ত ভিন্ন হ’লেম ; আপনিও আজ হতে ভিন্ন খাবেন! কি করি, আর কুলোতে পারি না ; এক্ষণে পৃথক ভাবে খাওয়াই দরকার । রাধানাথকে পত্র লিখছি, সে বাটতে আসিলে, সম্পত্তির বণ্টন হইবে।” শৈলজায় চমকিত হইল ; ভাসুর ঠাকুরের মুখে, ভিন্ন হওয়ার প্রস্তাব শ্রবণে, মনে করিল, “এ সব বড় দিদিরই চক্রান্ত !” বিষন্ন ভাবে বসিয়া রহিল এবং স্বামীর নিকট পত্র লিখিবে, মনস্থ করিল। কালীনাথ বাবু, প্রতিৱেশী কতিপয় ভদ্রলোককে আহবান করিয়া বলিলেন, “কতকগুলি আভ্যন্তরিক কারণে, আমাদের “ভিন্ন হওয়া” আবশ্যক হ’য়েছে ; আপনার তাহার বন্দোবস্ত করিয়া দিন।” এই প্রস্তাব শ্রবণে, সকলেই অবাক হইলেন । বৃদ্ধ সেন মহাশয়, তাহার পিতার বন্ধু ; তিনি এই কথা শুনিয়া, ক্রোধে অগ্নিশৰ্ম্ম হইলেন ; মনের ক্রোধ চাপিয়া রাখিয়া, বলিলেন, “দেখ কালীনাথ, ছিছি ! একি ! তোমরা আমাদের দেশের গৌরব, সমাজের আশাস্থল ; ইতর লোকের ন্যায় ব্যবহার কি তোমাদের সাজে ? ছি ছি ! ক্ষান্ত হও ; আমার কথা শোন।” কালীনাথ বাবু নীরব রহিলেন। উপস্থিতু ভদ্রমণ্ডলী সকলেই তাহাকে বুঝাইতে লাগিলেন, কিন্তু তিনি কোনরূপেই তাহার প্রস্তাব পরিত্যাগ করিলেন না ! অতঃপর তাহার বলিলেন, “রাধানাথ বাটতে নেই –সে বাটতে আসিলে, বিষয় Տ Ջ >