পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । “প্রভো ! ওরূপ কথা বলিবেন না । ইচ্ছাময়ের ইচ্ছা হইলে, সবই হইতে পারে। আমরা হরিনামামৃত পানে, পরম সুখে কাল কৰ্ত্তন করিতেছি। প্রভো ! আমাদের কিছু মাত্র কষ্ট নাই, আপনার কষ্টই আমাদের পক্ষে অসহ্য । আপনি অনশনে ও অৰ্দ্ধাশনে দিন যাপন করিতেছেন। আপনার মৰ্ম্মান্তিক যাতনা কিছুতেই বিদূরিত হইতেছে না। মুখ-মণ্ডলে অতি অল্প সময়ই হাসির রেখা দৃষ্ট হয় ! কি জানি, একটি অশান্তি ও অসন্তোষের ভাবে অন্তঃকরণ নিয়তই আবৃত করিয়া রাখিয়াছে। মা ! ভারতভূমি ! প্রভুর এই ভাব আর দর্শন করিতে পারি না। প্রভুর বিষাদময়ী বাণী আর শ্রবণ করিতে পারি না ;–প্ৰভু দিবা রাত্রি কি ভাবনা করেন, কি চিন্তা করেন, কিছুই বুঝিতে পারি না । মা ! আমাদের ক্লেশ হয় হ’ক, কিন্তু তবু তোমার মলিন বদন আনন্দে উৎফুল্ল হউক ; তুমি পূর্ব গৌরব লাভে সমর্থ হও মা ! গণেশের মনে এই চিন্তার উদয় হইল, “হায় ! যে দেশ সনাতন ধৰ্ম্মের জন্মভূমি, যে দেশ ব্যাসাদি ঋষিগণ পবিত্র করিয়াছেন, সে দেশের এরূপ অধঃপতন দর্শনে, প্রাণে যে কি অসহনীয় যাতনা উপস্থিত হইয়াছে, তাহা তার বলিতে পারি না । মা ! ভারত-ভূমি, আমার ইচ্ছা হয় আরার মহাভারতের ন্যায় ধৰ্ম্ম গ্রন্থ লিখিয়া ধন্য হই ।” - অনন্তর দেবগণ র্তাহাদের মৰ্ম্মান্তিক যাতন কথঞ্চিৎ দূর করিবার জন্য সঙ্গীত আরস্ত করিলেন । ১২৬