পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 3 ) রাজাই এরূপ করে, তবে আর বলি কারে । কে আর শুনিবে বল, আকুল ক্ৰন্দন ? অভাগা জীবের গতি, শুন, ওহে বিশ্বপতি ! কি হবে, কভু কি তাহ, ক’রেছ চিন্তন ? পাপ-তাপ, স্বেচ্ছাচার ! দেশ-ব্যাপী হাহাকার ! অভিনব ভারতেরে, করহ দর্শন, মর্তো আসি, একবার, নাশহ কলুষ-ভার, দীন সেবকের, প্রভু, এই অকিঞ্চন । কৰ্ম্ম-শীল ভাগ্যবানে, চাহে না তোমার পানে, করুণার কণা, তারা, নাহি করে ভিক্ষা, কিন্তু যার কৰ্ম্মহীন, মহাপাপী, অতি দীন, তাহারা তোমার তরে, করিছে প্রতীক্ষণ । তব শুভ আগমনে, দেব-ভাব লভি মনে, ধস্ত হবে পাপী তাপী, ভারত-সস্তান, অন্নপূর্ণ অন্নদানে, তোষিবেন দীনজনে, গুহে গৃহে জাগিবেন, যত মহাপ্ৰাণ ।