পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম দৃশ্য। গ্রাম্যদেবতা । দেবাস্থর যুদ্ধে যত, দানব হইল হত, জানি না কিরূপে কত, পরমেশে তোষিল, নরের কি পাপে জানি, মর্ত্যে জনমিল ! মিথ্যা প্রবঞ্চন তার, ক্ষুদ্র প্রাণে অধিকার, নাগ-পাশে বাধে লোকে, কত যে সন্ধানে, ন্যায়-সত্য, তার কাছে, নিত্য হা’র মানে ! শঠতার সুদর্শনে, ফেলি লোকে অকারণে, এরূপ নৈপুণ্যে, চক্র করিছে চালন, কার সাধ্য, তার মৰ্ম্ম, করিবে গ্রহণ ? মিথ্যা-সাক্ষ্য, গৃহ-দাহ, অপকৰ্ম্ম, যত চাহ, হায় রে! অসাধ্য তার কিছু আর নাই, গ্রাম্য দেবতার গুণ, বলিহারি যাই । }\లిశ్చి