পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । গণেশের কথা শ্রবণে নারায়ণের দুখঃপ্রকাশ। নারায়ণ, গণেশের কথা শ্রবণ করিয়া, বলিলেন, “হায় রে ! ভারতের এই শোচনীয় পরিণাম আর দর্শন করিতে পারি না ; আমার হৃদয় বিদীর্ণ হইতেছে, সমস্ত শরীর যেন অবশ হইয়া আসিতেছে, আমি হতজ্ঞান ও হতবুদ্ধি হইয়াছি, আর স্থির থাকিতে পারি না ! হায় ; সেই শাস্তি-দেবীর বিলাস-ভূমি, এক্ষণে অশান্তি-নিকেতন হইয়া উঠিয়াছে ! বৎস ! এই সকল কুলাঙ্গারকে, দেশ হইতে বহিস্কৃত করিয়া দেওয়া, একান্ত কৰ্ত্তব্য । এই সকল আবর্জনা-জাল মুক্ত হইলে, দেশ অধিকতর সুখময় ও শান্তিময় হইবে।” গণেশ উত্তর করিলেন, “প্ৰভু, তাহা সত্য বটে ; এই সকল পাষণ্ডের যন্ত্রণায়, নিরীহপ্রকৃতি, সরল-স্বভাব, শান্তিপ্রিয় ও ধৰ্ম্ম-প্রাণ মনুষ্যগণ পল্লীবাস একরূপ পরিত্যাগ করিয়াছেন ; তাহার, জন্মভূমি হইতে বিচ্ছিন্ন হইয়া, বিদেশের কোনও শান্তিময় স্থানে, আশ্রয় লইয়াছেন । পল্লীগ্রাম-বাস-বিদ্বেষ দিন দিন যেরূপ বৃদ্ধি পাইতেছে, তাহাতে আশঙ্কা হয় যে, কিয়দিবস পরে, ইহা একমাত্র ব্যাঘ্ৰাদি হিংস্র জন্তু ও দস্তু্যদলের বিলাস-ভূমি হইয় দাড়াইবে ! প্রভু, দেবভূমির দুর্দশা আর দর্শন করিতে পারি না ; এই দুবৃত্তিগণের অত্যাচার ও উৎপীড়নে, নিতান্ত >○も