পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রাম্যদেবতার কার্য্য । দলাদলি । গ্রামে অনেক গ্রাম্য দেবতা থাকিলেও, রামসুন্দর রায় তাহাদের অগ্রণী । এই রায় মহাশয়ের বাটীর নিকট হরনাথ ও রাধানাথ চক্ৰবৰ্ত্তী নামক দুই ভ্রাতা বসতি করে ; উভয় ভ্রাতাই সুশীল ও স্থবোধ । কনিষ্ঠ রাধানাথ, ব্রাহ্ম গোপী বাবুর সাহায্যে লেখাপড়া শিক্ষা করিত ; কিন্তু দুষ্ট গ্রাম্য দেবগণ প্রকাশ করিল, “রাধানাথ ব্রাহ্মগণের সঙ্গে একত্র আহার-বিহার করে।” কিছুদিন পর তাহাদের মাতা পীড়িত হন ; তিনি রুগ্নাবস্থায় রাধানাথকে একবার দেখিতে চাহেন ; রাধানাথ বাট আসিয়া, কয়েক দিন ছিল । উক্ত রামসুন্দর রায় প্রকাশ করিলেন, “হরনাথ, জাতিভ্ৰষ্ট রাধানাথের সঙ্গে একস্থানে বসিয়া ভোজন করিয়াছে ; সে এক ঘ’রে হয়ে থাকিবে।” কয়েক দিন পর হরনাথের মাতার মৃতু্য হইল। রায় মহাশয়ের চক্রাস্তে মৃতার শব-দাহ করিবার জন্য কেহই উপস্থিত হইল না। হরনাথ, তদীয় মাতুল-দ্বয়ের সাহায্যে দাহ-ক্রিয় সম্পন্ন করিল। শ্রাদ্ধের সময় অতি নিকটবৰ্ত্তী হইল। একদিন প্রাতঃকালে হরনাথ, রায় মহাশয়ের বাট যাইয়া বলিল, “আমার কি উপায় হইবে, বলিয়া দিন। রায় মহাশয় উত্তর করিলেন, “কি বলব হরনাথ, আমার সাধ্য নেই ; বিকেল বেল, একটি বৈঠকের আয়োজন কর ; সকলের যে মত আমারও সেই মত।” > シリ