পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । হইবে।” রামানন্দ বলিল, “সে জন্য কোনও চিন্তা নাই ; হরনাথের ভিটায় এবার ঘুঘু চরাইব । শিখানন্দ। একটি কথা শুনেছেন, মুখুয্যেদের ছোট গিরি নাকি শাশুড়ীর সহিত ঝগড়া করিয়া, পিত্রালয়ে গিয়েছে ? তাহার পিতার অবস্থাও ত তত ভাল নয় ।” w রায় মহাশয় । ওরে, আমি সব জানি ; ঐ বউটির বাপ কালীবাড়ীর পূজক ; তাহার রক্ষিতা একটি অবিদ্যাও আছে । রামরতন। পূজারি ত পতিত ব্রাহ্মণ ; সেই পতিত ব্রাহ্মণের মেয়ে হ’য়েও, বউটির যে অহঙ্কার । শ্যামচাদ । ( গঞ্জিকার ধূম উদগীরণ করিতে করিতে ) ওয়ে, তবুও ত সে অনেক ভাল । ঘোষ বাবুদের বাড়ীর বড় বউএর কথা জানিস্ ? বাবু ত মাতাল, কোথায় থাকেন, ঠিক নেই, তারপর ভিতরের কথা শুনলে অবাক হবি ৷ শিবানন্দ । কি, বল না ? স্পষ্ট ক'রে বল। শ্যামচাদ । কি আর বলব ? “ময়ুর চকোর শুক, চাতকে না পায়, হায় ! বিধি ! পাকা আম দাড় কাকে খায় ।” রামরতন। ওরে, বড় মানুষদের ভিতরের অবস্থা প্রায় ঐরূপই হয় । শিব সুন্দর কিছু ভাল মানুষ ছিল ; সে বলিল, “ওরে, বড় মানুষদের নয়, মাতাল ও বদমাইসদের।” অধিকাংশ গ্রাম্য দেবতাই পঞ্চমকারের প্রিয় শিস্য ; শিবসুন্দরের কথায় সকলেই নীরব রহিল। >8切ア