পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । তাহার এই সকল গ্রাম্য দেবতার স্যায়, নিন্দ ও উপহাসের ক্রীড়ণক মাত্র।” - নারায়ণ, এইরূপ চিন্তা করিতেছেন, এমন সময়ে দেখিলেন, দুটি ব্রাহ্মণ, রায় মহাশয়ের বাটতে উপস্থিত হইলেন। ব্রাহ্মণদ্বয় সঙ্গতিপন্ন লোক ; তন্মধ্যে একজন বৃদ্ধ ; অপরটি যুবক । রায় মহাশয়, উহাদিগকে যথারীতি অভ্যর্থনা করিয়া বলিলেন, “আপনার কি উদ্দেশ্যে এসেছেন ?” বৃদ্ধ ব্রাহ্মণ উত্তর করিলেন, “আমরা বিবাহের সম্বন্ধ নিয়ে এসেছি।” রায় মহাশয় । আপনাদের নিবাস ? বৃদ্ধ ব্রাহ্মণ। বিনোদপুর । আচ্ছা, কালী মুখুয্যের ছেলে রমেশ কেমন ? রায় মহাশয় । কেমন আর কি ? ভাল ; পাসকরা ছেলে কি কখনও মন্দ হয় ? আজকাল ছেলের নামের পিছনে লেজ থাকিলে, আর কোন কথা জিজ্ঞাসা করতে হয় না। ব্রা । সংসারের অবস্থা কেমন ? রায় { ভাল । ব্রা । জোত জমা কিছু আছে ? রায় । না । ব্রা । ধার কিছু আছে ? রায় । আছে কিছু, সামান্ত । ব্রা । কি পরিমাণ ? রায় । হাজার চার । >&&