পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । অন্যের গৃহে অগ্নি প্রয়োগ করে, কিরূপে তাহারা ধৰ্ম্মালোচনা ও ধৰ্ম্মগ্রন্থ পাঠ পরিত্যাগ পূর্বক, কেবল তাস ও পাশা খেলার সময় কৰ্ত্তন করে, কিরূপে তাহারা দু একটি রৌপ্যখণ্ডের প্রলোভনে, মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য, আদালতে উপস্থিত হয়, তৎ সমস্তই তাহার দৃষ্টি ও শ্রুতিগোচর হইল ! এই সকল দশন ও শ্রবণ করিয়া, তিনি যেন স্তব্ধ ও হতবুদ্ধি হইলেন ; র্তাহার নয়ন যুগল হইতে বাষ্পবারি বিগলিত হইতে লাগিল । কিয়ৎকাল পরে উদ্বেলিত দুঃখাবেগের কথঞ্চিৎ সংবরণ করিয়া, তিনি ভাবিতে লাগিলেন, হায় রে ; এই কি সে দেশ ! না, এ এক অভিনব দেশ ! এই কি সে আর্য্য-ঋষিগণের প্রিয় ভূমি ! এই কি আমার প্রিয়তম ক্রীড়াস্থল ! তবে সে সমাজ-গঠন কোথায় গেল ? সে ধৰ্ম্ম-প্রাণ, নিঃস্বার্থ সমাজপতিগণ কোথায় গেলেন ? সে সহানুভূতি, সে পরার্থপরতা, সে পর দুঃখ-কাতরতা, সে সত্য-সরলতা ও ভক্তি-প্রীতি কোথায় গেল ? আর কি ধৰ্ম্মপ্রাণা ভারত-মাতার হাস্য-মুখ দর্শন করিতে পাইব না ? অবশ্যই পাইব । আর র্কাদিও না মা ! তোমাতে আবার ঋষি-মাহাত্ম্য-পুনরভু্যদয়ের উপায় চিন্তা করিতেছি ; একবার দেখি, সময়ের স্রোত পরিবৰ্ত্তিত হয় কি না ? একবার দেখি, তোমার সন্তানগণ প্রকৃত মনুষ্যত্ব লাভে সমর্থ হুয় কি না ? আর কাদিও না মা ! আমি তোমারই মঙ্গলের জন্য, ভিক্ষুক ব্রাহ্মণ-বেশে, গৃহে গুহে ভ্ৰমণ করিতেছি এবং আমার প্রিয়পুত্র, মহামতি ইংরেজকে, এদেশে আনয়ন করিয়াছি । >む。