পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । নারায়ণ, কিয়ৎকাল এইরূপ চিন্তার পর, সম্প্রতি আর গ্রাম্য দেবগণের চরিত্র-পরিদর্শন করিবেন না, স্থির করিয়া, মান মুখে ও অধোবদনে, সন্ধ্যার প্রাক্কালে, দেবালয়ে প্রত্যাগমন করিলেন । নারদ ও গণেশ, এই সময় প্রভুর সহিত মিলিত হইলেন । এ দেশের সামাজিক ও আধ্যাত্মিক অধঃপতন সম্বন্ধে নানারূপ কথোপকথন চলিতে লাগিল । অনন্তর দেবগণ, কিছু জলযোগ গ্রহণ করিয়া শয়ন করিলেন এবং চিত্তের অবসাদ দূর করিবার জন্য, অনতিকাল মধ্যেই নিদ্রাদেবীর কোমল ক্রোড়ে আশ্রয় লইলেন । রাত্রি প্রভাত হইল। নারায়ণ বলিলেন, বৎস! তোমরা হরিনাম প্রচারের জন্য বহির্গত হও, আমিও পুনরায় পল্লী-চিত্র দর্শনাভিপ্রায়ে বহির্গত হইতেছি । দর্শন শেষ না হইলে, ” আর গুহে প্রত্যাগমন করিব না । তোমাদের হরিনাম প্রচারের য়েন কোমরূপ ক্রটি না হয়। নামই ব্ৰহ্ম ; নামই পাপী-তাপীর মুক্তির হেতু ; নামই জীবের গতি, এই কথা সকলকে স্পষ্টরূপে বুঝাইয়া দাও । হরি, হিন্দু ; হরি, মুসলমান ; হরি, খ্ৰীষ্টান। আপন আপন ধৰ্ম্মে অনুরক্ত থাকিলে, । সকলেই হরির কৃপা-লাভের পাত্র। পরকীয় ধৰ্ম্মের নিন্দ অবৈধ এ কথা সকলকে বল। “যে আজ্ঞে,” এই বলিয়া নারদ ও গণেশ, নারায়ণকে প্রণাম পূর্বক গৃহ-নিফ্রান্ত হইলেন ; নারায়ণও, কিয়ৎকাল পর, সেই পল্লী-মধ্যে পুনরায় অদৃশ্যভাবে উপস্থিত হইলেন । 't :