পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । নিশ্চিন্তমনে সমাজের উন্নতি-সাধনে ও শাস্ত্রালোচনায় নিযুক্ত থাকিতেন ; এক্ষণে রাজা বিদেশী, এদিকে তাহার সম্যক দৃষ্টি সম্ভবপর নয় ; অভাবে স্বভাব নষ্ট হয়, কাজেই পণ্ডিতগণ “বিদ্যাশূন্য ভট্টাচাৰ্য্য” রূপে পরিণত হন । হায় ! এখন পণ্ডিতগণ প্রায়ই স্ব স্ব গৃহে ছাত্ররক্ষণে সমর্থ নহেন । অভাবের অনলে, তাহাদের হৃদয়ের বল, ভরসা, তেজ ও বীৰ্য্য সকলই ভস্মীভূত হইয়াছে, তাহারা আশা-ভরসাবিহীন ভিক্ষুক ব্রাহ্মণরূপে পরিণত হইয়াছেন । তাই এক দরিদ্র পণ্ডিত বিশেষ দুঃখের সহিত বলিতেছেন – আমার দুঃখের কথা, শুনিলে পাইবে ব্যথা, দিবানিশি মন-দুঃখে, অখি-নীরে ভাসি, চলে গেছে চিরতরে, অন্তরের হাসি ! দীন ভাব মনে রয়, অভাব জনম লয়, উদ্যম উৎসাহ যত্ন, বিষাদে পালায়, মৃত-কল্প মনুষ্যত্ব, মরে হতাশায় ! হায় রে | পণ্ডিত-সমাজের এই শোচনীয় পরিণাম আর দর্শন করিতে পারি না ; আমার হৃদয় বিদীর্ণ হইতেছে । সমস্ত eరి