পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । আড়ম্বরের সহিত উপাসনা করিতেছেন। তিনি র্তাহাদের বাহাভাব দর্শনে প্রথমতঃ সাতিশয় আহলাদিত হইলেন ; পরক্ষণেই বুঝিলেন, অধিকাংশ উপাসক কেবল রীতি রক্ষার জন্যই, এস্থানে সমবেত হইয়াছেন, প্রকৃত উপাসনার জন্ত নহে । নারায়ণ মনে ভাবিলেন, উহার কিরূপ উপাসক ! এদেশের লোক, কেবল রীতি রক্ষার জন্যই অধিকতর ব্যাকুল ; জানি,— অনেক দিন হইল “পাখী উড়িয়া গিয়াছে—কেবল শূন্য পিঞ্জর পড়িয়া রহিয়াছে ; পাখী নাই,—কেবল পিঞ্জর সাজাইলে কি হইবে ? হায়! যে দেশের লোকের আমার জন্য ব্যাকুলত৷ নাই, অথবা আমাতে তন্ময়ত নাই, সে দেশের লোক আবার কিরূপ উপাসক ? কেবল কপটতার আধার মাত্র । মানব, আমার উদ্দেশ্যে সচন্দন বিহুদল কি ফুলদল নিক্ষেপ কর, অথবা মালাই জপ কর,কিম্ব মন্দিরে যাইয়া উপাসনা কর, তাহাতে কিছুমাত্র দোষ নাই, কিন্তু, নিশ্চয় জানিও,“মনই” মূল, তন্ময়ত ভিন্ন, আমাকে কোন প্রকারেই কেহ লাভ করিতে পারে না। আমি আড়ম্বর চাহি না—জাকজমক চাহি না,— কেবল মন চাহি ; আমি সচন্দন বিল্বদল কি সচন্দন ফুলদল চাহি না, কেবল প্রাণ চাহি ; আমি কেবল লোক দেখান কাৰ্য্য চাহি না, অন্তর চাহি ; আমি আবরণ চাহি না,কেবল অভ্যস্তরের খাটি জিনিষটুকু চাহি ; আমি মৌখিক মন্ত্রোচ্চারণ চাহি না, অস্তরের কথা চাহি । রে ভ্রান্ত মানব ! আমি সরলতা বড় ১৬৬