পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

८भदश्रट*ञ्च चख्रिनय छॉब्लड-कभfम । উপমাতার সন্মান করিতে কেন ভুলিয়া গেল, এ ভাব ত এদেশে কখনও ছিল না ! যতদিন না তাহারা উদর পূর্ণ করিয়া ছদ্ধপান করিতে পারিবে, ততদিন আর তাহাদের দীর্ঘজীবন ও উৰ্ব্বর মস্তিষ্কলাভের আশা নাই মা ! নারায়ণ, এইরূপ চিন্তা করিতেছেন, এমন সময় একটি অধিকতর ভীষণ দৃশ্য র্তাহার দৃষ্টিপথে নিপতিত হইল। তিনি দেখিলেন, এখানেই উপমাতার ক্লেশের অবসান হয় নাই। তাহার বধের জন্ত “কলের” আবিষ্কার হইয়াছে। মাতৃবধের জন্য বিপুল আয়োজন ! আহা ! আবিষ্কারক একজন বুদ্ধিমান লোক সন্দেহ নাই ! তাহার কৃপায় দৈনিক সহস্ৰ সহস্র মাতৃহত্যা হইতেছে ! এই পৈশাচিক চিত্র দর্শন করিয়া, নারায়ণ পুনরায় ভাবিতে লাগিলেন, মা ! তাইত বলিতেছি, এদেশ আর সে দেশ নহে, এ এক অভিনব দেশ ! এদেশ আর সে ঋষিগণের লীলাস্থল নহে, এক অভিনব জাতির আবাস-ভূমি ! ৪ । উত্তমণ ও কৃষক । নারায়ণ দেখিলেন, উত্তমণগণ রাবণের মাতুল কালনেমীর হ্যায় মায়াবী। ঋণ দেওয়ার সময় তাহারা যেন কল্পতরু, কিন্তু আদায়ের সময় নর-পিশাচ । তাহারা বরং শরীরের একখণ্ড মাংস কাটিয়া দিতে প্রস্তুত, তথাপি স্বদের একটি পয়সাও ছাড়িয়া দিতে অনিচ্ছুক। বিপন্ন কৃষক-কুল, তাহাদের বাক্যে বিমুগ্ধ হইয়া, পরমহিতৈষী বন্ধুজ্ঞানে, আশ্রয় লয়। 2 υίν