পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । তাহার সন্থদ্দেশ্যের পরিণাম দর্শন করিয়া, মৰ্ম্মাহত হইতেন ; তিনি বুঝিতেন, এ অভিনব দেশে, অমৃত হইতেও বিষের উদ্ভব হয়, অসম্ভবও সম্ভব হয়, কমনীয় কুসুম-কুলেও কীটের সৃষ্টি হয় । * হায় ! এদেশে কালক্রমে দেবীবর নামে এক অপরিণামদশী ঘটক জন্মগ্রহণ করে। র্তাহার অদ্ভুত ব্যবস্থায় কৌলিন্য-প্রথার অধঃপতনের পথ, আরও প্রশস্ত হইয়াছে । কুলীন সম্প্রদায়ের মেল-বন্ধন হওয়ায়, বংশের মর্য্যাদা রক্ষার জন্য, বিংশ বর্ষীয় যুবতীকে, অনেক সময়, দশম - বর্ষীয় বালকের হস্তে সমর্পণ করিতে হয় ! হায় ! এ রহস্য বুঝিতে পারি না ! এ সব কি প্রকৃতই বিবাহ, না ক্রীড়ামাত্ৰ ! এ সব কি প্রকৃতই কন্যাদান, না, কন্যা-বলি ! কুলীন জামাতা মূখ হইলেও, তাহার অাদর ও সম্মানের সীমা নাই। সে, অপেক্ষাকৃত হীন বংশীয় সচ্চরিত্র ও সুশিক্ষিত জামাত হইতে সমাজে শ্রেষ্ঠ আসন গ্রাপ্ত হয় এবং পরমহুখে শ্বশুরালয়ে বিরাজ করে । শ্বশুর বড়মানুষ ; তিনিই সমস্ত খরচের জন্য দায়ী । এই সকল কুলীনকুলাঙ্গারের হস্তে কন্যা সম্প্রদান করিয়া, পিতা আপনাকে ধন্ত মনে করেন এবং সমাজে তাহার মর্য্যাদা বৃদ্ধি পায় ; তিনি একজন উচ্চ বংশীয় লোকরূপে পরিণত হন । অন্যদিকে কুলীন-পাত্রে সমপিতা-কন্যাগণের অবস্থা কি শোচনীয় ! তাহদের ভাগ্যে, স্বামীর শ্রীচরণ-দর্শন-লাভ ➢ፃ 8