পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । করিতেছি । তায় ! আমার “অন্নপূর্ণা” নাম ভারতে একরূপ বিলুপ্ত হইয়াছে । ভারতে অভাব ও পাপের পূর্ণ প্রভাব ! অলক্ষী ও অৰিষ্ঠার পূর্ণ দৃষ্টি ! হায়! আমার দুঃখ কে বুঝিলে ? তবে সাস্তুনা এক্ট,—আমার শক্তি-মূৰ্ত্তির সর্বপ্রধান উপাসক, কৰ্ম্মীর ও উদারচেতা ইংরেজ, এখন ভারতের তাধিপতি । আশা হয়, আমার দুঃখ, অচিরেই দূরীভূত হইবে ; বিশেষতঃ, যখন স্বয়ং বিশ্ব-পতি, এ বিষয়ে মনোনিবেশ করিয়াছেন, তখন ভারতের “সুজলা, সুফল ও শস্যশ্যামল মূৰ্ত্তি” নিশ্চয়ই পুনঃ প্রকটিত হইবে । বৎস ! কোন ও চিস্ত। কবি ও না ; কলুষিত ভারত-সন্তানগণকে, যথাশক্তি স্থপথে আনয়ন কর। আমিও, “অন্নপূর্ণা” রূপে শীঘ্রই ভারতে অবতীর্ণ হইল” । মাতৃবাক্য শ্রবণ করিয়া, গণেশেব মনে আশার সঞ্চার হইল । অনন্তর, নারদ ও গণপতি, শিব-পার্ববর্তীকে প্রণাম পুনর্বক

  • 5

বৈকুণ্ঠ-পামে ঘাৱ করিলেন। এ দিকে নারায়ণ, তাহাদের উভয়কে দর্শন করিয়, কিঞ্চিৎ আশ্বস্ত হইলেন । তাতার প্রভুকে ভক্তি সহকারে প্রণাম করিলেন । নারদের মুখে, গণেশ ও শিব-পাপর্বতীর ভারতানুরাগের বৃত্তান্ত শ্রবণ করিয়া, নারায়ণ আনন্দলাভ করিলেন, এবং কিয়ংকাল পর, বলিতে লাগিলেন, “বংস, নারদ । বৎস, গণেশ ! তোমর যাবতীয় ঠায়োজনে ব্রতী হ ও ; আমরা আগামী কলাই, ভারতাভি &