পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন। বরের পিতা “অর্থখোর,” আর, কন্যার পিতা “গরুচোর” হইবেন, এটি আমার ব্যবস্থা নহে ; মা ! এটি তোমার অভিনব সন্তানগণের অভিনব ব্যবস্থা ! ভারতসন্তান ! শিক্ষিত পুত্রের গৌরব করিও না ; ধনগৰ্ব্বে গৰ্ব্বিত হইও না,—একবার দেশের তুর্দশার দিকে দৃষ্টিপাত কর ; একেবারে ধৰ্ম্ম-জ্ঞানশূন্ত হইও না ; শাস্ত্রের উপদেশ মান্ত করিয়া চলিও। নিশ্চয় জানিও, যে পিতা, পুত্রের বিবাহকালে, কন্যার পিতার নিকট হইতে পীড়নপূর্বক , অর্থ গ্রহণ করিবেন,তিনি সাতজন্ম পুত্রলাভে বঞ্চিত থাকিবেন, এবং কন্যাদায়গ্রস্ত হইয়া, তাহাকেও এইরূপ বিপন্ন হইতে হইবে,—আর পুত্র-পণরূপে গৃহীত অর্থ, এক সময়ে তাহাকে অবশ্যই শোধ করিতে হইবে । এইরূপে প্রাপ্ত অর্থ সম্প্রদান লব্ধ নহে, উৎপীড়ন দ্বার। গৃহীত ; কন্যার পিতা, স্বেচ্ছা ও সুবিধামত যাহা দিবেন। তাহাই সম্প্রদানের সামগ্ৰী,—অন্যথা, ঋণদান ভিন্ন আর কিছুই নহে। ৮ । আধুনিক সন্তান-সন্ততি । নারায়ণ দেখিলেন, পুত্ৰগণ পূর্বের ন্যায় আর পিতামাতার প্রতি ভক্তিমান নহে। তাহার স্বেচ্ছাচারী এবং প্রায়ই দেব-দ্বিজে ভক্তিশূন্য, অশিষ্ট ও অন্যায় পথাবলম্বী। তাহাম্বের প্রকৃতিতে সেরূপ নমনীয়তা ও কমনীয়তা আর দৃষ্ট হয় না। Sb^>