পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । ভারত-ভূমিতে বাস করিতে সমর্থ নহে। চারিদিকেই হাহাকার । অন্নপূর্ণাই আজ অন্নের কাঙ্গাল! ভারতবাসীর দৈন্ত ও তুর্দশ দিন দিন যেরূপ বৃদ্ধি পাইতেছে, তাহাতে স্বতঃই এই ভাবটি মনে উদিত হয় যে, যাহার। তুবেলা আহার করিতে সক্ষম হইবে, তাহারাই, কালে এ হতভাগ্য দেশে বড় মানুষ বলিয়া, গণ্য হইবে । আমার প্রিয়তম পুত্র ইংরেজ, এদেশে শান্তি-স্থাপন, শিক্ষা ও সুগমতার জন্য যে সকল উপায় অবলম্বন করিয়াছে, যদি দরিদ্র ভারতবাসীর অন্ন-সংস্থানের জন্য, অন্তবিধ কোন উপায় উদ্ভাবন করে, তবে, আমার কতই না আনন্দের বিষয় হয় । অন্নভাব দূরীকৃত হইলে, ভারত সন্তানও পূৰ্ব্ব গৌরব লাভে সমর্থ হইতে পারে।” ১০ । গ্রাম্য পুরোহিত । নাবায়ণ, গ্রাম্য পুরোহিতগণের অধঃপতন ও স্বার্থ-পরতা দর্শন করিয়া, বিষাদ সাগরে নিমগ্ন হইলেন। অনন্তর তিনি চিন্তা করিতে লাগিলেন “হায় ! দেশের এ দুদিনে প্রাচীন আর্য্য ঋষির মহত্ত্ব, এই বাক্তি-নিচয়েও পরিদৃষ্ট হয় না। “সৰ্ব্ব কৰ্ম্মে করে হিত, তাহার নাম পুরোহিত”, এক্ষণে পুরোহিতগণ, তাহদের এই গৌরব রক্ষা করিতে সমর্থ নহেন। পুরোহিতের আর তেমন আদর নাই ; সমাজে ধৰ্ম্মহীনতাই ইহার মূল কারণ। পিতার অধম পুত্রই এই ব্যবসায় গ্রহণ >り 8