পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । বধূকে অকথ্য ও অশ্রাব্য ভাষায় গালিবর্ষণ করিতেন এবং এক মুহুর্তের জন্যও প্রীতিরচক্ষে দেখিতেন না, অধিকন্তু, রাত্রিকালে এক নির্জন ভগ্নগৃহে ফেলিয়া রাখিতেন ! বোধ হয়, লাঞ্ছিতা, অবমানিত ও মৰ্ম্মপীড়িত বধূকে, আত্মহত্যার স্থযোগ দেওয়াই, এরূপভাবে রাখার উদ্দেশ্য ছিল । সুশীল, বালিকা হইলেও, সহিষ্ণু ও ধৰ্ম্মপরায়ণা ছিল। সে একাকিনী সেই গৃহে শয়ন করিয়া, ঈশ্বরোপাসনা ও অশ্রু-বিসর্জন পূর্বক, রাত্রি-যাপন করিত । গুণধর যাদবের নিকট ইহা অজ্ঞাত ছিল না, কিন্তু, মাতা, তাহাকে আর একটি বিবাহ করাইবেন, এই প্রলোভনে, সে, ধৰ্ম্মপত্নীর প্রতি এতাদৃশ দুর্ব্যবহার দর্শনে অন্ধ ছিল । যাদব বিদেশে চাকুরী করিত ; সে কোন কার্য্যোপলক্ষে বাট আসিল । কাত্যায়নী তাহার নিকট মুক্ত কণ্ঠে বধূর নিন্দ করিতে লাগিলেন । সুবোধ মাধব, ইহাতে বাধা দিয়া বলিল, “বৌদিদির কোন দোষই নাই ; তুমি যাহা দোষ বলিয়া মনে করিতেছ, তাহ দোষই নহে; আর অশাস্তির স্বষ্টি করিও না।” মুখরা ও দুৰ্বিবনীতা রমণীর অসাধ্য কাজ নাই। দয়া-মায়া বল, ভালবাসা ও ভয়-ভক্তি বল, তথায় সব বিলুপ্ত হয়। পাপীয়সী মাধবকে নির্দয়ভাবে প্রহার করিতেও কুষ্ঠিত হইল না । এই সময় নারায়ণ, এক বৃদ্ধ সন্ন্যাসিনীর বেশ ধারণ পূর্বক, তাহাদের সমক্ষে উপস্থিত হইয়া, মৃদুভাবে বলিতে লাগিলেন, పె 8