পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন। আদালতের প্রতি । আদালত, তুমি ধৰ্ম্মের আসন, তবে কেন কর, অধৰ্ম্ম পোষণ ? তোমার আমলাগণ, “ইচিং পাম” অনুক্ষণ তুমি বিনা কেবা ইহা করে নিবারণ ? একে মরে লোক “সুটের” জালায়, সৰ্ব্বস্বাস্ত হ'য়ে, করে হায় হায়, তায় হেরি হেন কাজে, ন্যায়, সত্য, মরে লাজে, অধৰ্ম্ম-প্রভাবে ধৰ্ম্ম হ'ল মৃত প্রায় ! আর বঙ্গবাসি, এসন হেথায়, ধৰ্ম্মভাব যেন, মনে স্থান পায়, তা হলে পথিক বলে, ভাসিবে আনন্দজলে, অভাব-অশান্তি হবে, স্বপনের প্রায় । কবির কথাগুলি কিরূপ দুঃখপূর্ণ ! আমার আকাঙ্ক্ষা এই— তোমরা সহিষ্ণু ও ক্ষমাশীল হও, আর কখনও আদালতের আশ্রয় গ্রহণ করিও না । দেশে শান্তি বিরাজ করুক । অনন্তর নারায়ণ, এই উচ্ছলিত দুঃখাবেগের কথঞ্চিৎ সম্বরণ করিয়া, মানমুখে ও অধোবদনে দেবালয়ে প্রত্যাগমন করিলেন । > sbr