পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । দেবগণের পুনর্মিলন ও আক্ষেপ । নারায়ণ সন্ধ্যার পর দেবালয়ে উপস্থিত হইলেন । নারদ ও গণেশ সন্ধ্যাবন্দনাদি সমাপনপূর্বক, প্রভুর প্রত্যাগমন প্রতীক্ষা করিতেছিলেন। তাহারা তাহাকে দর্শনমাত্র পদধূলি লইলেন এবং বিনীতভাবে নানা কথা বলিতে লাগিলেন । নারায়ণও তাহাদিগকে আলিঙ্গন করিয়া, তাহাদের সস্তপ্ত প্রাণে শান্তিবারি সেচন করিলেন। অতঃপর, তিনি বলিতে লাগিলেন, “বৎস, আমার পল্লী-চিত্র-দর্শন শেষ হইয়াছে । কি বলিব, দুঃখে বুক ফাটিয়া যায়। এ দেশ, আর সে দেশ নহে, এ এক অভিনব দেশ ! এ অভিনব দেশের অভিনব ভাব দর্শনে, আমি মৰ্ম্মাহত হইয়াছি ! মহামতি ইংরেজের ন্যায়, উদারচেতা রাজার তত্ত্বাবধানে বাস করিয়াও, ভারতসন্তানগণ, যখন মানুষ হইতেছে না, তখন তাহাদের অধঃপতনের সীমা যে কতদূর, তাহা নির্ণয় করা স্বকঠিন ! যাহা হউক, বৎস ! তোমরাও যথাশক্তি হরিনাম প্রচার করিতেছ এবং আমিও ভারতের মঙ্গল কামনায় অসাধারণ পরিশ্রম করিতেছি । অনন্তর ধৰ্ম্মতত্ত্ব প্রচারের ব্যবস্থা এবং আর যে সন্ধুপায় হয়, তাহাও চিন্তা করিব । আশা করি, আমাদের যত্ন একেবারে নিষ্ফল হইবে না। এক্ষণে, আমি বৈকুণ্ঠ গমনে অভিলাষী হইয়াছি ;—তবে, বৈকুণ্ঠগমনকালে, আমার “প্রিয় ভক্ত” ইংরেজ রাজের প্রধান সহর “কলিকাতা” প্রভূতি একবার দর্শন > ??