পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ਝੁੱਝ ਤੋਂ 1 --ബങ്ങ് ബ . അങ്ങബ-m সহর-চিত্র। কলিকাতা কৰ্ম্মবীর ইংরেজরাজের প্রধান সহর। এসিয়া ভূখণ্ডে এমন স্থান আর নাই। দেবগণ তিন চারি দিবস পৰ্য্যটনের পর, একদিন প্রাতঃকালে এস্থানে উপস্থিত হইলেন এবং পবিত্রসলিলা ভাগীরথীতীরস্থ ইডেন উদ্যানে উপবেশন করিয়া, শ্রান্তি দূর করিতে লাগিলেন। নারায়ণ, এই নগরের সৌন্দর্য্য দর্শনে বিমোহিত হইয়া বলিলেন, “বৎস , দেখ, কি রমণীয় স্থান ! আহা ! যে দেশে, এরূপ নগর অাছে, সে ত গন্ধবের্বর দেশ ! সেখানে তুঃখ কেন । দারিদ্র্য কেন ! হাহাকার কেন। সেখানে সুখ, শান্তি, ধৰ্ম্ম ও সাচ্ছন্দ্য বিরাজ করিবে । সেখানে ভক্তি, প্রীতি, ক্ষমা ও সন্তোষ, মনে জ্যোতিঃ বিকীরণ করিবে । আহা ! কি মনোরম স্থান । একজন কবি, এরূপ ভাবে কলিকাতা নগরীর বর্ণনা করিয়াছেন – ইন্দ্রালয় সম, রম্য এ নগরী, নিপুণ শিল্পীর অপূর্ব নিৰ্ম্মাণ, সুরবালা যেন, স্বর্ণ-মঞ্চোপরি, ধরা অবতীর্ণ, ত্যজিয়ে বিমান ! ૨ e ૨