দেবগণের অভিনব ভারত-দর্শন । দ্বারবান কোনও উত্তর প্রদান করিল না। গণেশ পুনরায় জিজ্ঞাসা করিলেন, “হাম লোক এহ মেহামান হো শক্তে হেঁ” ? এবার দ্বারবান “স্বমূৰ্ত্তি" ধারণ করিয়া বলিল, “কেঁও, বাহমন বগৃ বগ্ কর রহে হেঁ? মেরা মহারাজ বাহাদুরক হুকুম নেহি হ্যায় ।” গণেশ । তোমারে মহারাজ বাহাদুর এত না বড় আদমি হ্যায়, আওয়ার মাহামাদারিকে ( অতিথি সেবার ) কেঁও, হুকুম নেহি হায় ? দ্বারবান । হাম, তোমরা পাস ইস্ক কৈফিয়ং দেনে নেহি বৈয়ঠ । গণেশ । হাম লোককে অনদর জনে দে ও , দ্বারবান । মোছার্কিন অন্দর জানেকে হুকুম নেহি হ্যায়। গণেশ ভূস্থ –পিয়াসে হাম লোক মর রক্তে ক্তে ; ইস, হালত পর, বিন হুকুমসে জানে নেহি দে শক্তে ষ্টে । দ্বারবান | কেও, তোম লোক লগ লগ্ কর রতে ঠে ? দানব-প্রকৃতি দ্বারবান, বহু বাগ্বিতণ্ডার পর, অবশেষে কিঞ্চিৎ প্রাপ্তির তাশ রাখিয়া, তাহাদিগকে ভিতরে প্রবেশ করিতে দিল । নারায়ণ, নারদ ও গণেশ সভ্য স্তরে প্রবেশ করিলেন । অভ্যন্তরের শোভা অনিপর্বচনায় ! হল পর বাবুর কোন সদ্ব্যয় না থাকিলেও, লাহাড়ম্বরের কোন ও ক্রটি ছিল না । নাট্য-মন্দির, বৈঠকখান, কাছারা ঘর, তোষাখানা, রঙ, মহল, সকলই সুসজ্জিত ছিল ; টেবিল, চেয়ার, ইজি চেয়ার যথাস্তানে শুভ্র বস্ত্রাবৃত হইয়া 切r
পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।