পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । জানিনা,মা গঙ্গে ! তব কিবা মতি কখন কাহারে সদয় হও, কখন কাহার কর অধোগতি, কবে কার যশ, হরিয়া লাও । মুরসিদাবাদ, অযোধ্যা-বেহার, কাশী-কান্তকুজ, মনে কি পড়ে ? সে সব এখন পূর্ণ হাহাকার, অশ্রুঝরে মাগো,সেকথা স্ম'রে। অাজ কলিকাতা, রাজ-নিকেতন, স্থবম্য ভবন, তথায় হাসে, শশীর সুষমা, চিত্ত বিমোহন, খ'সেপ'ড়ে যেন, আনন্দে ভাসে বিলাস-বিপণি, অতি মনোহর, শোভিছে, কতই করিয়া ঠাট, কত মুগ্ধকর, সামগ্ৰী সুন্দর, মিলিয়াছে যেন, রূপের তাট ! কত বা জাহাজ, কতবা তরণী কত ভাবে ভাসে, তোমার’পরে, তব গুণ-গীতি, দিবস-রজনী, তাপিত পরাণ শীতল করে। •