পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন। চলিলে পাপের প্রবাহ এমন, অচিরে বহিবে, প্রবল বায়, কুসুম-শোভন রম্য নিকেতন, বিষাদে ঝরিয়ে, পড়িবে তায়। তাই বলি মাগো, ভ্রমণের ছলে, দয়া করি যদি, হেথায় এলে, পবিত্র প্রবাহে, গুপ্ত কীটদলে, কেননা সমূলে, ভাসায়ে গেলে ? ধৰ্ম্মবলে বলী, কর অধিবাসী, কলুষ-কীটাণু, অদৃশ্ব হবে, তবে নগরীর সেই যশোরাশি, চিরদিন ভবে, অক্ষুন্ন রবে । সকলি অনিত্য, সকলি অসার, ধৰ্ম্মেতে যাহার বসতি নয়, , ধৰ্ম্মহীন লোক, ঘৃণিত সবার, বিদ্যা বুদ্ধি তার, ছলনাময়। চপলার ন্যায় ক্ষণেক হাসিবে, ক্ষণপরে হবে, তাহার লয়, মধ্যাহমিহির,মেঘেতে ঘেরিবে, পাপ-পরিণাম, এমনি হয় ! ২১৯