এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
দেবগণেয় অভিনর ভারত-দর্শন । নাই, সে জ্ঞান, জ্ঞানই নহে ; ঈশ্বরে ভক্তিশূন্ত মনুষ্য, মনুষ্যই নহে ; যাহার মনে, ভক্তি, প্রীতি, সাধুতা ও সরলতা নাই,— তাহার রূপ, রূপই নহে ; যে অর্থ জগতের হিতার্থ ব্যয়িত না হয়, সে অর্থ, অর্থই নহে এবং যে জীবন, ভগবানের প্রতিকরকাৰ্য্যে উৎসর্গীকৃত না হয়, সে জীবন, জীবনই নহে । বৎস ! ভারতের অধিকাংশ লোকই, যদি ভগবদ্ভক্ত ও হিতৈষী হইত, তবে অামার কতই না আনন্দের বিষয় হইত ! এস, আমরা এক্ষণে স্নান করি ।” অনন্তর, তাহারা গঙ্গাজলে স্নান করিয়া, ভক্তিপূর্বক “গঙ্গাস্তব” পাঠ করিতে লাগিলেন – க_. প্ৰণঅণভচত্র । দেবি সুরেশ্বরি, ভগবতি গঙ্গে, ত্ৰিভুবনতাঝুিণ তরল তরঙ্গে। শঙ্করমৌলিনিবাসিনি, বিমলে, মম মতিরাস্তাং, তব পদকমলে ॥১ ॥ ভাগীরথি সুখদায়িনি মাত— স্তব জলমহিমা, নিগমে খ্যাতঃ । নাহং জানে, তব মহিমানং, ত্ৰাহি কৃপাময়ি, মামজ্ঞানম ৷ ২ ৷
- > R