দেবগণের অভিনব ভারত-দর্শন । যেষাং হৃদয়ে গঙ্গাভক্তি:, তেষাং ভবতি সদা মুখ-মুক্তিঃ । মধুর মনোহরপজ ঝটিকাভিঃ পরমানন্দ কলিত-ললিতাভিঃ ॥১৩ গঙ্গা স্তোত্র মিদং ভব সারম, বাঞ্ছিত ফলদং বিগলিত ভারম্। শঙ্কর-সেবক শঙ্কর-রচিতম, পঠতু চ বিষয়ীদমিতি সমাপ্তম ॥১৪ অতঃপর, তাহারা সন্ধ্যাবন্দনাদি সমাপন করিলেন এবং নগরের শোভা ও সৌধমাল নিরীক্ষণ করিতে করিতে দক্ষিণেশ্বরে যাইয়া রাণী-রাসমণি-স্থাপিত দেবালয়ে আতিথ্যগ্রহণ করিলেন ; তাহাদের বাসের জন্য, এক মনোরম কুঠী নির্দিষ্ট হইল । তাহাদের আহার শেষ হইল ; কিয়ৎকাল বিশ্রামের পর, তাহারা রমণীয় মন্দির, উদ্যান ও ভাগীরথীর শোভা দৰ্শন করিতে লাগিলেন। নারায়ণ বলিলেন, বৎস, ইহা, একটি প্রসিদ্ধ স্থান। এস্থানে ভগবস্তুক্ত “ত্রীরামকৃষ্ণ” সিদ্ধ হন। গণেশ উত্তর করিলেন, “প্রভু, তবে, আমার কলিকাতা আগমন সার্থক হইল,—আমি, সিন্ধপুরুষের আশ্রম দর্শন করিয়া, ধন্ত হইলাম!” নারদ বলিলেন, “প্ৰভু,আমিও ধন্য হইলাম ! এই ত সে করুণাময়ী মা ! এইত সে পঞ্চবটী ! এ স্থানে পরম ংসদেব, যেরূপ তন্ময়ভাবে মুক্তি-মার্গে অগ্রসর হইয়াছিলেন, ఇ3t
পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।