পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । শোভা পাইতেছিল । গুহের অভ্যন্তরের দেওয়াল গুলি, ফরাসিদেশ হইতে আনীত বীভৎসাকুতি স্ত্রীমূৰ্ত্তি দ্বারা সুশোভিত ছিল ; দেব দেবীর মূৰ্ত্তি স্থাপন,—পুরাতন প্রথা, তিনি তাহার পক্ষপাতী ছিলেন না । ক্ষুধা ব্রাহ্মণত্রয়, অনেক প্রহরীর হস্ত অতিক্রম করিয়া, দে ওয়ান-খানায় পতৃছিলেন । দে ওয়ান মহাশয় অতি বিজ্ঞ লোক ; শুভ্ৰ শ্মশ্র বিশিষ্ট ; বয়স ষাটের উপর ; ওকালতি-কাৰ্য্য হইতে অবসর গ্রহণ করিয়া, হলধর বাবুর প্রধান কাৰ্য্য-কারকের পদে নিযুক্ত ছিলেন । নারদমুনি, তাহাকে জিজ্ঞাসা করিলেন, “মহাশয়, আমরা এখানে “অতিগি” হইতে পারিপ কি ? ক্ষুধা তৃষ্ণায় নিতান্ত কাতর এবং চলিতে অক্ষম, তিনটি ব্রাহ্মণকে, এ বেলার জন্য একটুক আশ্রয় দিবেন কি ?” দে ওয়ানজি । ঠাকুর, এখানে তাহার কোনও ব্যবস্থা নাই । নারদ । কেন মহাশয় ? এ রাজ-বাটাতে, তাহার ব্যবস্থা ন থাকিলে, বাসস্থার সম্ভাবন আর কোথায় ? দে ওয়ানজি । সে খবর আমি জানি না । তোমরা এস্থান হইতে চলিয়। যা ও 1 দ্বারবান, এ সব আদমিকে নিকাল দেও। নারায়ণ। আমরা আপন হইতেই যাইতেছি । ধন্য তুমি ! ধন্য তোমার মনিব ! এ তিনটি ব্রাহ্মণকে, ক্ষুধা-তৃষ্ণায় মৃতপ্রায় দেখিয়া ও কি তোমার কিছুমাত্র দয়া হইল না ? এই কি শিক্ষিত ও উচ্চপদস্থ লোকের উপযুক্ত কাৰ্য্য ? যাহার হৃদয় পাষাণের s