দেবগণের অভিনব ভারত-দর্শন। বিলাসিনী রমণীগণেরও, সুবর্ণময় বাল, অনন্ত ও হার প্রভৃতি এবং পাশাঁসাড়ী, সেমিজ, বডিস্ ও সুগন্ধি তৈলাদির প্রয়োজন । উদর অন্নহীন,—কোশ অর্থহীন ;—সেই দিকে সৃষ্টি নাই,—তথাপি, বিলাসিতার পূর্ণাহুতি চাই ! হায় । ভারত সন্তানগণের উপার্জিত অধিকাংশ অর্থই বিলাসিতার প্রীতি-সাধনে ব্যয়িত হয় ! কি আর বলিব ! “বাহিরে কোচার পত্তন, আর ভিতরে ছুচার কীৰ্ত্তন,” এই ভাবটি সম্যক প্রকাশিত হয় ! হায়! মা ! ভারতভূমি ! তোমার সন্তানগণ, এরূপ অদ্ভুত উপাদানে গঠিত হইয়াছে যে, তাহার আমূল সংস্কারের একান্ত প্রয়োজন ! মা ! তাইত বলিতেছি, এ দেশ আর সে দেশ নহে, এ এক অভিনব দেশ ! এ দেশ আর ঋষিগণের লীলাস্থল নহে, তাহাদের কুলাঙ্গারগণের প্ৰেতভূমি । ৩ । চরিত্রহীনত । নারায়ণ, লক্ষ লক্ষ লোকের চরিত্রহীনতা লক্ষ্য করিয়া, বিষাদ-সাগরে নিমগ্ন হইলেন। অতঃপর, এই চিন্তা, তাহার মনে উদিত হইল,—“হায় । এই কলিকাতা নগরীতে কত লোক যে চরিত্রহীন, তাহা নির্ণয় করা সুকঠিন । অধিবাসীর সংখ্যা দশ লক্ষ ; বেশু্যার সংখ্যাও বিশহাজারের উপর । হায় । এ স্থানে প্রতি হাজারে সচ্চরিত্র লোকের সংখ্যা পাঁচটির অধিক হইবে না । বারবনিতাগৃহে, প্রতিদিন সন্ধ্যার পর যেন ミミ〉
পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।