এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
দেবগণের অভিনব ভারত-দর্শন । হাট মিলে ; কত লোক যাইতেছে, কত আসিতেছে, তাহা গণনা করা দুঃসাধ্য। রাজা, জমীদার, উকীল, মোক্তার, ডাক্তার, মুহুরী, কেরাণী, দালাল, দোকানদার, আফিসের আমলা ও মুটে মজুর প্রভৃতির অধিকাংশই, এই পথের পথিক ! হায়! ক্ষণিক মুখের জন্য অপরিণামদর্শী ও ধৰ্ম্মজ্ঞানশূন্ত মনুষ্যগণ, অমূল্য চরিত্ররত্ন, অকাতরে বিক্রয় করে । সাধু পুরুষ ও সাধবী রমণী পৃথিবীর শোভা । তাহারা নিষ্পাপ ও নিষ্কলঙ্ক থাকিয়া, যেরূপ আত্ম-প্রসাদ লাভ করেন, অধৰ্ম্মপরায়ণ ধনবান ব্যক্তির ভাগ্যে তাহা দুলভ ! কপর্দক-শূন্য কুটারবাসী ও ধৰ্ম্ম-পরায়ণ, সামান্ত কৃষকও, হ্রশচরিত্র লক্ষপতি হইতে, অধিকতর আদরণীয়। “পরিণামদৰ্শিতা” নামে একটি কবিতা, আমার মনে পড়িতেছে :– ২২২