পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পতিব্ৰতার আক্ষেপ। ললিত লোচন, বারিপরিপ্লুতঅনিন্দ্য বদনে চিন্তার লাঞ্ছন, মুক্ত কেশরাশি, ভূমে নিপতিত, বৃশ্চিক-বেদনা, করিছে দংশন । শয়ন-প্রকোষ্ঠে, বসিয়া সুন্দরী, মুছিয়া অঞ্চলে, অশ্রুপূর্ণ অাখি, বলে “প্ৰাণেশ্বর ! এস ত্বরা করি, অধিনীরে আর, দিওনা রে ফাকি । করে স্বর্ণবালা, কণ্ঠে হেমহার, হিরন্ময় তুল, লম্বিত করণে, আজি হে তোমায় দিব উপহার, সৌর-কর-রাশি-নিন্দিত-বরণে ! মদনের বাণ, অগ্নিশিখা মুখে, বিধিয়াছে মোর, দুঃখের পরাণ, কি কহিব কাকে, দহে প্রাণ দুঃখে, “আমি ভিখারিণী, দুঃখিনী সমান। যৌবনে যুবতী, পতির সোহাগ, কাতর পরাণে, করে অভিলাষ, তোমার বিরাগে, হয়েছি অবাক, জীবনে মুখের নাহি কোন আশ।

  • R電