পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । স্যায়, ব্যবহার পশুর ন্যায়, সে কিরূপে এই উচ্চপদে আসীন থাকিতে পারে ? “ধরাখানা সরার মত” ভাবি ও না । তান্তঃকবণ প্রশস্ত কর ; দীনে দয়া কর ; জানিও, বাজার উপরে ও রাজ৷ আছেন । মাসিক পাঁচশত মুদ্রা বেতন-ভোগী দেওয়ানজি মহাশয়, সামান্য অমাত্যগণের সমক্ষে, এরূপ আবমানিত হওয়ায়, ক্রোধে অগ্নি-শৰ্ম্ম হইলেন : তাহার মুখে ঝড় বহিতে লাগিল ; ব্রাহ্মণদিগকে মারিবেন কি কাটিবেন, কিছুই স্থির করিতে পারিলেন না। আমলা-গোমস্তা, বরকন্দাজ সকলেই দেওয়ানজি মহাশয়ের পক্ষাবলম্বন পূর্বক, তাহাদিগকে গালি দিতে লাগিল ; কেহ বা প্রহার করিতে ও উদ্যত হইল । গোলমাল শুনিয়া, হলধর বাবু অন্দর মহল হইতে বহির্গত হইলেন । চক্ষু রক্তবর্ণ ; বদন-কমল মদির-গন্ধ বিকীর্ণ করিতেছিল । তিনি দে ওয়ানজিকে জিজ্ঞাসা করিলেন, “ব্যা-পা-র কি ?” দেওয়ান । দেখুন না, তিনটে ভিগেরী এসে, কি উৎপাত আরস্তু করেছে । হলধর । কি-ঠা-কু-র ? তো-ম-র এ-খা-নে কে-ন ? কি চাও ? ব্রাহ্মণত্রয় । মঙ্গরাজ, আমরা অতিথি হইতে চাই । হলধর। এ-ও বু-ড়-ব-ক ম-হা-বা-র-সিং, এ-সা-র আ-দ-মি-কে এ-ক দো-মনি-কা-ল দে-ও ! প্রভুর আদেশমাত্র, মহাবীর, সীতারাম, রামরতন ও রামসিং প্রভৃতি বীরপুরুষগণ আসিয়া, ব্রাহ্মণত্রয়কে লাচির করিয়া

  • > е