পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । ৪ । বারবনিতাপল্লী । নারায়ণ, অলক্ষ্যভাবে বারবনিতাপল্লীসমূহ পরিদর্শন করিলেন। একতল, দ্বিতল ও ত্রিতলবাসিনী, সৰ্ব্বপ্রকার বারবনিতাই, তাহার দৃষ্টিগোচর হইল। অনন্তর, এই চিন্তাপ্রবাহ তাহার মনে উদিত হইল ;–হায় ! এই সকল পাপীয়সী যে, কি ভয়ানকরূপে অর্থ শোষণ, আর সবর্বনাশের বীজ বপন করিতেছে, তাহা চিন্তা করিলেও, হৃদয় বিদীর্ণ হয় । ইহাদের বাস-ভবন যাবতীয় পাপের আবাসভূমি ! এখানে মুচিস্তা ও সদ্ভাব অর্গলরুদ্ধ ; এবং দয়াধৰ্ম্ম, ভক্তিপ্রীতি ও সত্যসরলতা অতল-গর্ভে নিহিত ! পক্ষাস্তরে কপটতা ও কুটিলতা এবং পশ্বাচার ও পশুভাব পূর্ণ বিকসিত ! মানব বাজারে যাইয়া, আবশ্যক দ্রব্য ক্রয় করে, কিন্তু হায় ! এইরূপের বাজার হইতে, কেবল “অর্থস্বাস্থ্যনাশ ও অনর্থসঞ্চয়ের” বীজ গ্রহণ করে । অনন্তর, “হাহাকার-রূপ বৃক্ষ” ক্রমে বৃদ্ধি পায় এবং পরে “সৰ্ব্বনাশন্ধপ বিষাক্ত ফল” প্রসূত হয় ! হায় ! “ষড়রিপু” এই বাজারের রাজ ; আর যত প্রমত্ত ও প্রলুব্ধ যুবক, তাহদের ভক্ত প্রজা ; এই হতভাগ্য মানবনিচয়ই, এই বাজারে প্রবেশ করিয়া সৰ্ব্বস্বাস্ত হয় অথবা শমনসদনে গমন করে | - হায় ! এই কলিকাতা নগরীতে বারবিলাসিনীর সংখ্যা বিশহাজারের উপর ; তাহাদের মধ্যে অনেকে ধনবৃতী ; ধন ২২৮