পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । হইয়া জিজ্ঞাসা করিল, “তুমি কি চাও গা ?” বৃদ্ধ উত্তর করিলেন, “আমি তোমাদের মুখের দিকে চাই, আর তোমাদের কাজের দিকে চাই ।” অন্য বারবিলাসিনী বলিল, “আচ্ছ, তবে চাও।” বৃদ্ধ পুনরায় বলিলেন, “তোমাদের খেল। কিছুকাল বন্ধ কর, আর কয়েকটি কথা বলতে চাই;” অন্য বারবনিত উত্তর করিল, “আচ্ছ, বেশ বল ।” খেলা কিছুকাল বন্ধ রহিল । এক এক ভদ্রলোকের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া বৃদ্ধ বলিতে লাগিলেন । প্রথম ভদ্রলোকের প্রতি—কে ! তোমাকে ত চিনি ; তুমি না অমুক উকাল ; এম এ পরীক্ষায় প্রথম হইয় ছিলে ; এখানে কেন বাপু ? তোমার স্ত্রা যেমন রূপবতী, তেমন গুণবতা ; এমন স্বামি-সর্ববস্ব সহধৰ্ম্মিণী, আজ কাল দেখিতে পাই ন! ! এ সব ত তার দাসী হওয়ার যোগ্য ও নহে। এই কি লেখাপড় শিক্ষার পরিণাম ? যাও, গৃহে যাও ; এ পাপালয়ে আর কখনও আসিও না । তোমরা বেশ্য-বিলাসে প্রমত্ত থাকিলে, এ দেশের দুৰ্দ্দশার চিন্তা, তার কে করিবে ! দ্বিতীয় ভদ্রলোকের প্রতি— ওগো ! তোমার পিতা, পিতামহ প্রভৃতি সকলকেই ত চিনি ; তাহাদের জন্ম গ্রহণে অমুক গ্রাম ধন্য হইয়াছে ! তুমি নাকি সেই বংশের কুলাঙ্গার ! জমিদারী আর রক্ষা করিতে পারিলে না ; ঋণ ত পাচলক্ষ টাকা হইয়া উঠিল । তোমাকে বেশ্বা-সেবা ও মদ্য-পানে প্রমত্ত দেখিয়, তোমার ধূৰ্ত্ত অমাত্যগণ, সম্পত্তি একরূপ ఇ\39