দেবগণের অভিনব ভারত-দর্শন । “লুট” করিতেছে। যাও, বাপু, বাট যাও ; তুমি সাধুপুরুষের সস্তান, এ সব পৈশাচিক কাৰ্য্য, তোমার যোগ্য নহে। আপন স্ত্রীতেই আসক্ত থাক ; কখনও অন্য স্ত্রীর মুখ পানে তাকাইও না। তুমি সাধু-প্রকৃতি হইলে, ভগবানই তোমাকে রক্ষা করিবেন। তৃতীয় ভদ্রলোকের প্রতি—তুমিও ত পরিচিত লোক বলিয়াই মনে হইতেছে । ঠা, ঠিক মনে পড়েছে ; তুমি অমুক ডাক্তার। বাপু, তুমি, বোধ হয়, কখনও স্বাস্থ্য-তত্ত্ব পড়নি । যদি, তুমি ইহা পড়িয়া থাক, তবে বাপু, উপদংশ, প্রমেহ ও বাত-রোগের বীজ ক্রয় করিতে, এখানে আসিয়াছ কেন ? যাও, এখন ডাক্তারি ছেড়ে দিয়ে, “মোক্তারি” কর গিয়ে । চতুর্থ ভদ্রলোকের প্রতি—তুমি ত প্রসিদ্ধ লোক, অমুক কলেজের প্রফেসার, নাম অমুক। হায়! তোমার মত প্রবীণ লোকও যদি এ পাপ-গুহে আগমন করে, তবে যে তোমার যুবক ছাত্ৰগণ আসিবে, তাতার আর বিচিত্রতা কি ? হায় ! এই কি লেখাপড়া শিক্ষার পরিণাম ? শিক্ষক, আদর্শ-চরিত্র হইবেন ; তোমার মত লোক কি শিক্ষক হওয়ার যোগ্য ! যাহারা রক্ষক, তাহারা যদি ভক্ষক হয়, তবে এ অধঃপতিত দেশের উপায় কি ? যাও বৎস, আর কখনও এ পাপ-গৃহে প্রবেশ করিও না। ১ বিষধরের কেবল বিষদন্তে বিষ, কিন্তু জানিও, বারবনিতার সর্ববঙ্গেই বিষ ।
- ○8