পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুঃখের কাহিনী । আমি সংসারে তাসিলাম, কি যে করিলাম, তা ত জানি না, কেন খাটি খুটি, সারা দিন রাতি, ভেবে তার কুল, পাই না । খাই ত কদন্ন, এত মোর দৈন্য, তাতে সংসারেব চাপে, মরি পরিতাপে, জীবনের গতি যে কি, তা ত বুঝি না । কেন যে আসিলাম, কি যে করিলাম, তা ত জানি না, দুঃখের জীবন, চলিয়া গেল, কিন্তু জ্বালা, তবু গেল না । গেল ইহকাল, গেল পরকাল, নাহি গোপনের কিছু, সমিয় আহবানে, যেবা কথা কয়, যাই তার পিছু পিছু । আমি কৰ্ম্মহীন, ধৰ্ম্ম কেন মোরে, করিবে রক্ষা ? তাই, কৃপার ভিখারী, যার তার কাছে, সৌভাগ্যের কণা, করি ভিক্ষা । @ আমার অন্ন জোটে, কপালের জোরে, এ কথাটি কভু বলি না । বিভু ত দয়াল বটে, তাই যাহা কিছু ঘটে, শ্রমের বেলায়, পূর্ণ ষোল আনা, লাভের পেলায় মান ! ఫి లి శి