দেবগণের অভিনব ভারত-দর্শন । এক বৃদ্ধ সন্ন্যাসীর বেশ ধারণ পূর্বক এক ছাগমাংস বিক্রেতার দোকানে উপস্থিত হইলেন । কসাই, অগ্রবর্তী হইয়া জিজ্ঞাসা করিল, ঠাকুর, ক'সের মাংস দরকার ? সন্ন্যাসী উত্তর করিলেন, বৎস ! আমি মাংস চাহি না ; তোমাকে কয়েকটি কথা বলিতে আসিয়াছি । কসাই । আচ্ছ, বলুন । সন্ন্যাসী। কালী মূৰ্ত্তি স্থাপন করিয়াছ কেন ? প্রকৃত কথা বলি ও । কসাই। লোকদিগকে ভুলাইবার জন্য । স। কিরূপে ভুলা ও ? ক । অনেক লোক মাযের প্রসাদ খাইতে চাহেন, সেই জন্য । স । এই কসাইকালীর নিকট ছাগ বলি দিলেই কি মায়ের প্রসাদ হয় ? ক । আজ্ঞে, কিছুই নয়, লোকের ভ্রম ; এটি ব্যবসায়ের একটি কৌশল মাত্র । স। সকলকেই কি সদ্যমাংস বিক্রয় কর ? ক । ঠাকুর, আপনি খাবেন না, কাহাকে ধলিবেনও না, তিন চারি দিবসের বাসি-মাংস ও, সপ্তাহত ছাগ-রক্তমিশ্রণে টাটুকা মাংসরুপে বিক্রয় কবিয়া থাকি । স। তুমি এ পর্য্যন্ত কতটি ছাগ হত্যা করিয়াছ ? ক । দশ হাজারের নূ্যন নহে । 、8ー》
পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।