পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দশন । স। দশ হাজার | সৰ্ব্বনাশ ! অর্থের জন্য এরূপ ঘৃণিত পন্থা অবলম্বন করিয়াছ কেন ? ক। ঠাকুর, পেটের দায়ে, সবই করিতে হয়। স। না, তাহা নতে ; ভিক্ষা করাও অধিকতর শ্রেয়ঃ । এই মহাপাপের কার্য্য, আর করিও না । রত্নাকর দস্তার নাম শুনিয়াছ কি ? ক । আজ্ঞে ঠা, শুনিয়াছি । স। সে কিরূপ লোক ছিল ? ক । সে মহাপাপী ছিল । স। আর, তুমি ও ত, তাহারই তুল্য মহাপাপী । পিতা, মাতা, স্ত্রী, পুত্র, কেহই তোমার পাপের ভাগী হইবে না। তুমি তাপন কৰ্ম্মফল, আপনিই ভোগ করিলে । একটি শ্লোক আছে, রাজ পুত্র চিরঞ্জাব মা জীব মুনিপুত্ৰক ! জীপ বা মার বা সাধো ব্যাধ মা জাব মা মর । অর্থাৎ হে রাজ পুত্ৰ ! তুমি চিরকাল বাচিয়া থাক ; কারণ, তুমি যত দিন, এই পৃথিবীতে থাকিবে, তত দিনই, তোমার স্থখ ; মরিলে, নরকে তোমার স্থান হইবে । হে মুনিপুত্ৰ ! তুমি, এখনই মর ; কারণ, তোমার যত কন্ট, ইহলোকে ; পরলোকে, তুমি অনন্ত সুখের অধিকারী হইবে । হে সাধু ! তোমার পক্ষে, বাচা ও মরা, উভয়ই তুল্য ; কারণ, তোমার ইহকালে যেমন স্থখ, পরকালেও, তেমনই সুখ । হে ব্যাধ ! তুমি, বাচিয়াও থাকিও না, অথবা ミ.88