দেবগণের অভিনব ভারত-দর্শন । সৰ্ব্বদাই যেন ঈশ্বরের প্রতি ভক্তি থাকে ; সংসারে চলিতে, এমন মূল্যবান্ জিনিষ, আর কিছুই নাই। কখনও হুজুগে মাতিও না, আপন আপন অবস্থানুসারে চলিও । তোমরা, পিতা অথবা ভ্রাতার বহু শ্রমাজ্জিত অৰ্থ ব্যয় করিতেছ, তাহা যেন সার্থক হয় । তোমাদের মধ্যে, অনেকেই গরীবের ছেলে, এ ভাবটি যেন মনে থাকে। যদি আমার কথানুসারে কার্য্য কর, তবে দেবতারা তোমাদিগকে আশীৰ্ব্বাদ করিবেন এবং ভগবানও উদ্দেশ্য-সাধনের সহায় হইবেন । তোমরা কৰ্ম্মক্ষেত্রে প্রবেশ করিলেও, তোমাদের এইরূপ শান্তমূৰ্ত্তি, সহানুভূতি ও পরার্থপরতা যেন অক্ষুণ্ণ থাকে। আশীৰ্ব্বাদ করি, তোমাদের সংসার সুখময় হউক, তোমরা মায়ের স্থসন্তান হও । অনন্তর, ব্রাহ্মণরূপী নারায়ণ স্থানান্তরে চলিয়া গেলেন। উক্ত অমূল্য উপদেশানুসারে সকলেই কাৰ্য্য করিবে, এরূপ ভাবিতে ভাবিতে, ছাত্রগণও স্ব স্ব কৰ্ত্তব্য কার্য্যে মনোনিবেশ করিল। ১১। বিলাসিনী বধূ। সেন মহাশয়দের ভবনে এক বিলাসিনী বধূ আছে ; নাম শোভা । শোভা, তাহার নামের সার্থকতা সম্পূর্ণরূপে রক্ষ করিয়াছে। তাহার হাতে বালা ও অনন্ত, গলে হার এবং কৰ্ণে মাকড়ী সর্বদা বিরাজ করিত। ৫ খান দেশী সাড়ী, Հ8:
পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।