দেবগণের অভিনব ভারত-দর্শন । ১০ খান নিত্য পরিধানের কাপড়, ২ খান পাশ সাড়ী, ৫টা সেমিজ, ২ বাক্স সাবান, ৬ শিশি ফুলেল তৈল, ৬ শিশি এসেন্স, উৎকৃষ্ট চিরুণী ৫ খান, আয়না ছোট বড় ৪ খান, শ্লিপার ২ জোড় ও ৩ শিশি তরল আলতা, নিত্য গৃহে না থাকিলে, তাহার নিদ্রা আসিত না । শোভার বয়স আঠার বৎসর ; স্বামী রমেশচন্দ্র, এক সদাগর আফিসের কেরাণী ; মাসিক একশত টাকা মাহিয়ান পায়। সংসারে, বৃদ্ধ মাতা, তার এক বিধবা ভগিনী ভিন্ন অন্য লোক নাই । নারায়ণ, শোভার চরিত্র দর্শনের জন্য, এক দিবস প্রাতঃকালে, এ গৃহে উপস্থিত হইলেন ; দেখিলেন, শোভা বেলা আট ঘটিকার সময়, নিদ্র হইতে উঠিল ; দাত মাজিল ; মুখ ধুইল ; আয়না দিয়া মুখ দেখিল ; এক ঘণ্টাকাল ব্যাপিয়া, মাথায় সুগন্ধি তৈল দিল এবং চুল আঁচড়াইল ; তৎপর স্নান করিতে গেল ; সাবান দিয়া শরীর মাজিতে লাগিল ; একখানা সাবানের অৰ্দ্ধাংশ ক্ষয় করিল ; স্নানের পর, সেমিজ ও ফরাসডাঙ্গার সাড়ী পরিল ; আবার চুল আঁচড়াইল ও আয়নায় মুখ দেখিল ; মুখে ও কাপড়ে কিছু এসেন্স দিল ; অতঃপর শয়ন করিয়া, বিস্কুট খাইতে খাইতে “বিদ্যা-সুন্দর” পড়িতে লাগিল । এদিকে রমেশের মাতা ও বিধবা ভগিনী, কমল, নিদ্রা হইতে উঠিয়া, গোবর-ছড়া দিলেন, ঘর নিকাইলেন এবং রন্ধন করিতে গেলেন । কমলা, বাল-বিধবা বলিয়া, বৃদ্ধ স্বাধীনভাবে তাহাকে কাজ করিতে দিতেন না, সৰ্ব্বদাই তাহার সঙ্গে থাকিতেন । 艾金夺
পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।