পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দশন । রন্ধন-গুহের দ্বারদেশে প্রবেশ করিলেই, শোভার মাথা ধরে, অসুখ হয় ; দৈবাৎ কখনও রন্ধন-কাৰ্য্য করিতে গেলে, তাহার কষ্টের সীমা থাকে না ; শরীর মার্জনায় একখানা সাবান ক্ষয় হয় । এইজন্য, রমেশ ব্যবস্থা করিয়া দিয়াছে,—ম ও ভগিনীই যাবতীয় কাৰ্য্য করিবেন ; তাহাদের অভাবে, ঝি ও পাচিক, সেই স্থান পূর্ণ করিবে । , - রমেশ বড় সাহেবের সঙ্গে সাক্ষাৎ করিতে গিয়াছিল ; ১০টার সময় গৃহে ফিরিল ; তাড়াতাড়ি স্নান করিল ; তৎপর মসূরের দাইল ও আলুসিদ্ধ সহ সরু চাউলের অন্ন ভক্ষণ করিয়া, আফিসে যাত্রা করিল। প্রতিমাসে মাহিয়ান পাওয়া মাত্রই, রমেশকে, গৃহিণীর হস্তে পঞ্চাশটি টাকা অৰ্পণ করিতে হয় : অবশিষ্ট পঞ্চাশ টাকা দ্বারা তাহাকে সমস্ত ব্যয় নির্ববাহ করিতে হয় । দীর্ঘকাল পুষ্টিকর খাদ্যের অভাবে, তাহার শরীর দিন দিন শ্ৰীহীন হইতেছে। রমেশ আফিসে যাওয়ার পর, বৃদ্ধ আসিয়া বলিলেন, “বউ মা ! এক্ষণে উঠ, রান্না প্রস্তুত হইয়াছে।” বধূ উত্তর করিল, “আমার বডড মাথা ধ’রেছে ; দিদিকে বল, এখানে ভাত ঢেকে রাখে।” তাহারা তাহাই করিলেন, পরে স্নান করিতে গেলেন । w কিয়ৎকাল পর বধূ উঠিল ; আহার করিল এবং থালা-বাট কল-তলায় রাখিয়া, মুখ ধৌত করিতে লাগিল । অনন্তর শয়নগৃহে গমন-পূর্বক, পান চিবাইতে চিবাইতে, বধূ আয়নায় মুখ দেখিতে লাগিল। এই সময়, নারায়ণ, এক বৃদ্ধ সন্ন্যাসিনীর 、金 >